Tuesday, October 20, 2009

ইগোসেন্ট্রিক
আজ ফর্সা রঙ নিয়ে কালোদের দেশে দেশে ঘুরি
কালোরা ম্রিয়মাণ ভারি, শুধু চায় জড়াতে-মেলাতে
ঈর্ষা নিয়ে তাকায়, আর চোখে-মুখে রাখে মুগ্ধপ্রীতি।
ওদের মাড়িয়ে যাই, মুড়িয়ে দিই উপো-চাদরে।

আজ অর্থ নিয়ে শত দরিদ্রের রাজ্যে এসে যাই,
আহারে ওদের অনর্থ লেগে আছে সংসারে, মনে
ওরা এ জঙ্গলের রীতি-নীতি কিছু বোঝে নাই
অর্থের ড্রাগনলেজ, ডাইনোসরগলা দেখে নাই।

মেধাকে বেলুন ফুলিয়ে হাবাদের সভাতে এসেছি
আমার ফলিত জ্ঞান নির্বোধের ক্ষেতে ঢালে ধান,

ফলত: ওদের বালকেরা ইশকুল কবেই ছেড়েছে
এখন ফাঁকা মাঠে এত বাঁশি, এত গোলের উৎসব...

কাকতাড়ুয়া
তাড়াতে পারি না কোন কাক, তবু ওরা ভয় পায় কেন?
মানুষমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকি, মানবের প্রাণভিক্ষা চেয়ে।
ঐ যন্ত্রের মানুষের মত, বহুকাল নিস্ফল পড়ে থেকে
কলকব্জা নড়ে গেছে, রাশি রাশি জং ধরে গেছে।

আমাকে কি ডেকে নেবে মিছিলে তোমার
হে সাহসী বালিকা, ভীতু সিংহের পাশে ডেকে নেবে?

আমাকে মানুষ ভেবে কোন পাখি কাছে আসে না তো!

প্রীতিটুকু নেব, প্রতিভা নেব না
জানি প্রতিভা জ্বালাবে খুব দিনে-রাতে, দিনে ও রাতে
অগ্নিদেব হতে তার ক’মুহূর্তই লাগে, অগ্নিমূর্তি হতে
এর চেয়ে ভাল টান হয়ে শুয়ে থাকা পর্বতের পিঠে
এর চেয়ে ভাল ডুবসাঁতার অতলান্ত-প্রশান্ত অতলে।

রাধাচূড়া চূড়াটি রেখেছে বেঁধে আকাশের পর্দা টাঙাতে।

স্মৃতির টলমলে জ্বরে থিরথির কাঁপি, আর সান্ধ্যচীৎকারে বলি,
অনাগত রাত্তিরে যে বিভীষিকা কাছে এসে প্রীতি দিতে চায়,

তাকে যদিবা নেব, তাঁর প্রতিভা নেব না।

নামবিভ্রাট
আমরা সকলে কী সাদামাটা নাম নিয়ে ঘুরি।
আর ওরা ঘুরিয়ে নেয়, সাধ্যমত উল্টায় বাটি
গাড়িকে ঘোড়ার আগে জুড়ে দিতে উৎসাহে ছোটে
আমরা সংখ্যাতীত ব্রাত্যজন পাশ থেকে দেখি,
দেখি উদ্ভট নামের যত তারকা-কবি রথ উল্টে
খাবি খায় পথে, রথ ভেঙে পড়ে আছে গ্রহদের ঘরে।

কেবল কয়েকটি সাদামাটা, অশোধিত নাম
মহাকাশে নত্রের উজ্জ্বল দীপ্তি ধরে রাখে।


নীরব যাত্রী
সে পথে তুমি তো নীরব যাত্রী, সঙ্গীহীন একা
এত উজ্জ্বলতা, এত পানীয়, এত হুরপরী মুখ
কেউ যাবে না সাথে, পৃথিবীর পানশালাগুলো
একইরকম ভেঙে যাবে পরীদের ডানার উল্লাসে,
পানীয়ের মুক্তোবিন্দু ভরে দেবে কাচের স্বচ্ছতা।
এই যে অমিত ভক্তদল টেনে রাখে রূপশালী বাহু
এই যে প্রিয়মুখ মুখভরে এঁকে দেয় সহস্র চুম্বন,
পৃথিবীর ভেড়ারা জড়িয়েছে কত তপ্ত ওমের আদরে
কার্পাশেরা জড়িয়ে রাখে শীততীব্র রাতের গভীরে।
ঐ যে প্রজাগণ তোয়াজের অতি নম্রশীর
এই যে পরীগণ ডানামেলা ভীষণ অধীর

ওরা তো অপারঙ্গম তোমাকে ফেরাতে
ওরা কেউ রাজী নয় সে পথে যেতে...

1 comment:

  1. sir, kobita gulo sotti osadharon hoisa.....asa kori akdin class a akn thaka akta kobita abbriti kora sonaben.......

    ReplyDelete